৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

চমেক ছাত্রদল কর্মী মামলার ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
চমেক ছাত্রদল কর্মী মামলার ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

২০১১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রদল কর্মী আবিদুর রহমান আবিদ হত্যা মামলার ১২ আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, ২০১১ সালের ১৯ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদকে ছাত্রলীগ কর্মীরা পিটিয়ে গুরুতর জখম করে। দুই দিন পর (২১ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে এই ঘটনায় আবিদের মামা বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে মামলা করেন। চট্টগ্রাম মেডিকেলের ভিপি মফিজুর রহমান জুম্মা, চমেক ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজসহ সব আসামি ছাত্রলীগের নেতাকর্মী। পরে এজহার থেকে ১০ জনকে অব্যাহতি দেওয়া হয়। ২০১৯ সালের ১৯ জুলাই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ১২ আসামিকে খালাস দিয়ে রায় দেন।

চার বছর মামলাটি সচল করার জন্য হাইকোর্টে আবেদন করেন আবিদের মামা ও মামলার বাদী নেয়ামত উল্লাহ। আবেদনের ওপর শুনানি করে ১২ আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।