২২ আষাঢ়, ১৪৩২

০৬ জুলাই, ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন : ডা. জাহিদ হোসেন

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন : ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন এদেশের বৃক্ষ রোপন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে গেছেন। যা দেশের মানুষের মাঝে এখনো জাগ্রত হয়ে রয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের প্রত্যেককে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। দেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। 

রোববার দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা পরিষদ হল রুমে উপজলা ও পৌর বিএনপির আয়োজনে এবং এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাবের সহযোগীতায় অনুষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন ডা. এ জেড এম জাহিদ।

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের মাঝে ১১টি প্রজাতির প্রায় ১৪ হাজার গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করেন ডা. জাহিদ।

বর্ষা মৌসুমে এই অঞ্চলে পতিত জমি, রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বৃক্ষ রোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ রেজাউল আমিন রাজু, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব এর সাবেক সদস্য কৃষিবিদ মোনোয়ারুল ইসলাম বাবু, দিনাজপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ সাইফুল হুদা ও সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী প্রমুখ।

সূত্র: বাসস

নয়াশতাব্দী/ইআর