দেশের জন্য একের পর এক সাফল্য এনে দেওয়া জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা যখন দেশের হয়ে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন, ঠিক তখনই তার মা ভূজোপতি চাকমা জীবন-মৃত্যুর লড়াইয়ে আক্রান্ত হয়েছেন ব্রেস্ট ক্যান্সারে।
জানা গেছে, চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য নেই পরিবারের। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়িতে জন্ম নেওয়া ঋতুপর্ণা এখন দেশের নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল মুখ। পেশাগত আয় দিয়ে মূলত তিনি তার পরিবারের খরচ চালান। তিন বোনের মধ্যে দুইজনের বিয়ে হয়েছে, একমাত্র ভাই তিন বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ফলে পরিবারের একমাত্র ভরসা এখন ঋতুপর্ণা।
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর ঋতুপর্ণাসহ পাহাড়ি নারী ফুটবলারদের নিয়ে রাষ্ট্রীয় ও প্রশাসনিক মহলে ব্যাপক উৎসাহ দেখা গেলেও বাস্তবায়ন হয়নি কোনো প্রতিশ্রুতি। ঘোষণা দেওয়া হয়েছিল নতুন ঘর নির্মাণ, এলাকায় রাস্তা উন্নয়ন ও বেকার বোনদের চাকরি দেওয়ার। কিন্তু সে প্রতিশ্রুতির বাস্তবচিত্র আজও অনুপস্থিত। এরই মধ্যে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন ঋতুপর্ণার মা, অথচ চিকিৎসা থমকে আছে টাকার অভাবে।
ঋতুপর্ণার বড় বোন পাম্পী চাকমা জানান, ‘মায়ের উন্নত চিকিৎসার জন্য অর্থের অভাব চরমভাবে ভুগিয়ে দিচ্ছে আমাদের। সরকারের কাছে আমাদের আবেদন—মায়ের চিকিৎসা, ঋতুপর্ণার নিরাপদ আবাসন এবং বোনদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হোক।’