৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

আজ আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক বিএনপির

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ন
আজ আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক বিএনপির

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে এ বৈঠক হবে।

এতে অংশ নেবেন দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কীভাবে মনোনীত হবেন সে বিষয়ে বিএনপি দলের মধ্যে একমত হয়নি বলে জানান সালাহউদ্দিন। তবে বিএনপি ঐকমত্য কমিশনের সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কার্যকর কমিশন প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে। তিনি বলেন, এটি সংবিধানে উল্লেখ না করে আইন করে প্রতিষ্ঠা করা উচিত।

তিনি আরও বলেন, জেলা কমিশন কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়ে বিএনপি নীতিগতভাবে একমত হয়েছে এবং এটি আইন করে করা উচিত বলে দলটির অবস্থান।

বিএনপির এ নেতা জানান, বিচার বিভাগের বিষয়ে রোববার পূর্ণাঙ্গ আলোচনা হবে। সংবিধানের প্রায় সব বিষয়ে আলাপ শেষ হয়েছে বলে জানান তিনি। সালাহউদ্দিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে বলেন, ৪৮ (৩) ধারার পর নতুন বিধান যুক্ত করে রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া উচিত।

 

নয়াশতাব্দী/জিএস