
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে, সন্তানদের শিক্ষা সহায়তায় এবং আহতদের জন্য বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হবে।
উপদেষ্টা আরও বলেন, জুলাই যোদ্ধাদের স্বাবলম্বী করতে এককালীন অনুদান এবং সঞ্চয়পত্রের মাধ্যমে সহায়তা করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গণ-অভ্যুত্থানে লড়াকু একজন নারীকেও তালিকা থেকে বাদ দেওয়া হবে না।
শারমীন এস মুরশিদ শনিবার রাজধানীতে মোবাশ্বের হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে গৃহীত দীর্ঘমেয়াদী বিভিন্ন পদক্ষেপ নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা তৈরি করা কঠিন হলেও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের মাধ্যেমে জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আহত ও শহীদ পরিবারের সহায়তায় একসাথে কাজ করার জন্য সরকারের পাশাপাশি সাধারণ নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতদের পুনর্বাসনে সমন্বিত কর্মপন্থার মাধ্যমে এক ছাতার নিচে ওয়ান
স্টপ সলিউশন নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সংস্থার সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ফারহানা শারমিন ইমুর সঞ্চালনায় অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. সায়েদুর রহমান, জুলাই শহীদ তাহির জামান প্রিয়'র মা সামসি জামান আরা কলি, জুলাই যোদ্ধা উমামা ফাতেমা ও ফাউন্ডেশনের আহবায়ক প্রকৌশলী আবদুল আউয়ালসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
নয়াশতাব্দী/এনএ