২২ আষাঢ়, ১৪৩২

০৬ জুলাই, ২০২৫

আমাদের সীমান্ত আমরাই রক্ষা করবো: চাঁপাইনবাবগঞ্জে নাহিদ

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
আমাদের সীমান্ত আমরাই রক্ষা করবো: চাঁপাইনবাবগঞ্জে নাহিদ

চাঁপাইনবাবগঞ্জ আর কোনো বাংলাদেশিকে হত্যার চেষ্টা করা হলে সীমান্ত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের প্রতিরোধের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা কৃষক। আমরা সেই কৃষকের সন্তান।

আজ রোববার (৬ জুলাই) দুপুরে, চাঁপাইনবাবগঞ্জের কলেজ চত্বর এলাকায় আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে গ্রেনেড মারে, বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা কিন্তু এসব আগ্রাসন আর মেনে নেবো না। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের। সেই দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে বাহাদুরি করা হয়, হত্যা চেষ্টা করা হয়, সীমান্ত অভিমুখে লং মার্চ ঘোষণা করবো। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করবো।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী বলা হয়। কিন্তু আমরা দেখেছি, এই আম বিশ্বে পরিচিত করতে কিংবা রপ্তানি করতে কোনো সরকারই উদ্যোগ নেয়নি। রেশম শিল্পও এখানে বিখ্যাত, অথচ সেটা হারিয়ে যেতে বসেছে। জাতীয় এই শিল্পকে বাঁচাতে কোনো ধরনের উদ্যোগ নেয়া হয়নি। এ ছাড়াও আপনাদের আন্তঃনগর ট্রেনের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ, মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের বিচার ও জুলাই ঘোষণাপত্র ও সনদ চেয়েছি।

নয়াশতাব্দী/ইআর