২৩ আষাঢ়, ১৪৩২

০৭ জুলাই, ২০২৫

চট্টগ্রাম বন্দর নয়, টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব দেয়ার চেষ্টা চলছে: প্রেস সচিব

নয়াশতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০২৫, ১:৩৬ অপরাহ্ন
চট্টগ্রাম বন্দর নয়, টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব দেয়ার চেষ্টা চলছে: প্রেস সচিব

চট্টগ্রাম বন্দর কাউকে দেয়া হচ্ছে না; টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (২৫ মে) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত ‘সিএমজেএফ টকে’ এ সব তথ্য জানান তিনি। 

শফিকুল আলম বলেন, বাংলাদেশকে উৎপাদনের কেন্দ্র বানাতে সমুদ্রবন্দরের দক্ষতা বাড়াতে হবে। তা না হলে বিদেশি বিনিয়োগ আসবে না। অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিদেশি বিনিয়োগ আনার উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, এজন্য নানা ক্ষেত্রে সংস্কার চলছে। আর্থিক খাতে সংস্কার কার্যক্রম চলছে। ডলারের বিনিময়মূল্য বাজারভিত্তিক করা হলেও টাকার অবমূল্যায়ন হয়নি। পুঁজিবাজারেও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত প্রসঙ্গে তিনি বলেন, এনবিআরকে ২ ভাগ করা সরকারের অগ্রাধিকার কার্যক্রমের অংশ। এতে রাজস্ব আদায় বাড়বে।

২০২৬ সালের ৩০ জুনের মধ্যেই নির্বাচন হবে জানিয়ে শফিকুল আলম আরও বলেন, আগের অন্তবর্তী সরকারের দায়িত্ব ছিল শুধু নির্বাচন করা। তবে বর্তমান সরকারের দায়িত্ব সংস্কার, বিচার ও নির্বাচন।

নয়াশতাব্দী/ইআর