২৩ আষাঢ়, ১৪৩২

০৭ জুলাই, ২০২৫

কালো টাকা সাদা করার সুযোগ করফাঁকি দেয়া ব্যক্তিদের পুরস্কৃত করা: আমীর খসরু

নয়াশতাব্দী ডেস্ক প্রকাশিত: জুন ৪, ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
কালো টাকা সাদা করার সুযোগ করফাঁকি দেয়া ব্যক্তিদের পুরস্কৃত করা: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ রাখার অর্থ করফাঁকি দেয়াদের পুরস্কৃত করা। এটি নীতি-নৈতিকতার বিরোধী।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে মঙ্গলবার (৪ জুন) আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে নূন্যতম ঐকমত্যের ভিত্তিতে বাজেট তৈরি করতে পারতো অন্তর্বর্তী সরকার। বিশেষ পরিস্থিতিতে বাজেট নিয়ে সংলাপ প্রত্যাশিত ছিল।

সংলাপের মধ্য দিয়ে বাজেট হলে তা বাস্তবসম্মত হতো উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ঐকমত্যের ভিত্তিতে বাজেট হলে দারিদ্র্য বৃদ্ধির হারে লাগাম টানা যেত। 

নয়াশতাব্দী/ইআর